Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেন নিহত শান্তিরক্ষী সবুজ মিয়া

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩

নিহত শান্তিরক্ষী সবুজ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গাইবান্ধা: জতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার পলাশবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রামের বাড়িতে ঈদগাহ মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে সামরিক মর্যাদায় দাফন করা হয়।

এর আগে দুপুর ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে নিহত সবুজ মিয়ার মরদেহ জেলা সদরের তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নেওয়া হয় তার নিজ বাড়ি আমলাগাছি (ছোট ভবনপুর) গ্রামে।

পরে জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার, রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজায় অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষজন।

বিজ্ঞাপন

রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন মো. আলভী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহিদ সবুজ মিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর