Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন
চিকিৎসাধীন স্মৃতিকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২১:১১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২৩:১১

আইসিইউতে চিকিৎসাধীন স্মৃতিকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক। বিএনপি করার জন্য লক্ষ্মীপুরে বেলাল হোসেনের বাসায় তালা মেরে আগুন ধরিয়ে দেয়া হলো নাকি অন্য কোন কারণে, তা এই সরকারকে খতিয়ে দেখতে হবে

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ স্মৃতিকে দেখা শেষে এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরেক নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তারা স্মৃতির চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বিএনপি করার জন্য লক্ষ্মীপুরে বেলাল হোসেনের বাসায় তালা মেরে আগুন ধরিয়ে দেওয়া হলো নাকি অন্য কোন কারণে, তা এই সরকারকে খতিয়ে দেখতে হবে। ৫ আগস্টের পর তো সন্ত্রাসীদের দেশে দাপিয়ে বেড়ানোর কথা না।

তিনি বলেন, হাদি হত্যা ও এই ঘটনার কোন যোগসূত্র আছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। বিদেশি শক্তি ও তাদের এদেশের অনুসারীরা দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করতে চায় কি-না তাও দেখা দরকার।

এরআগে, গতকাল শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের বাড়িতে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার ৭ বছর বয়সী মেয়ে আয়শার মৃত্যু হয়। এ ছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে বিথী (১৩) ও স্মৃতি (১৮) দগ্ধ হয়।

এর মধ্যে বিথী ও স্মৃতিকে চিকিৎসার জন্য শনিবার ভোরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বিথীকে ছেড়ে দেন। স্মৃতি ৯০ শতাংশ নিয়ে দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি আছে। আর তাদের বাবা বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর