Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৪ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে সকালে রেদোয়ানুল ইসলামসহ দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপরজন হলেন- বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। এ মামলার অপর দুই অভিযুক্ত ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এখনো পলাতক রয়েছেন।

শুনানিতে পলাতক দুই আসামির পক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং উপস্থিত দুই আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ সওয়াল করেন। এ সময় প্রত্যেক আসামির পক্ষ থেকেই অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন জানানো হয়।

শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।

এর আগে ১৪ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত থাকলেও বিশেষ কারণে তা অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এর অংশ হিসেবে রামপুরায় ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন। অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছোড়ার ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামের ভূমিকা ছিল। পাশাপাশি অন্যান্য আসামিরাও এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশন চারজনের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর