Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মিশনে নিহত ২ সেনাসদস্য

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৮:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯

সেনাবাহিনীর তত্বাবধানে তাদের দাফন সম্পন করেন।

কুড়িগ্রাম: সুদানে শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্য চিরনিদ্রায় শায়িত হয়েছেন। দু’জনের মরদেহ নিজ নিজ পরিবার ও স্বজনদের দেখানোর পর জানাজা ও গার্ড অব অনার শেষে সেনাবাহিনীর তত্বাবধানে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে কুড়িগ্রামে তাদের নিজ গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়।

এর আগে, দুপুর ২টার দিকে দুই সেনা সদস্যের মরদেহ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলান হেলিপ্যাডে নামানো হয়।

পরে দুটি এ্যাম্বুলেন্সে মো. মমিনুলের মরদেহ তার গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পান্ডুল গ্রামে আর শান্ত মন্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

নিহত সৈনিক মো. মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিশনে যোগ দেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। বাবা মা ও ছোট ভাইয়ের সংসারে একমাত্র কর্মক্ষম ছিল মমিনুল। মমিনুলের মৃত্যুতে তার বাড়িসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। তার স্ত্রী দিলরুবা আক্তার বৃষ্টি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় পারিবার।

উলিপুরের নিহত সেনা সদস্য মো. মমিনুল ইসলামের মা মনোয়ারা বেগম জানায়, মমিনুল ইসলাম ছিল পরিবারের একমাত্র কর্মক্ষম। তার মৃত্যুতে সংসার হাল ধরার মতো ছোট ছেলে ছাড়া আর কেউ নেই। ছোট ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি আবেদন জানান তিনি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, সেনাবাহিনীর তত্বাবধানে শান্তি রক্ষা মিশনে নিহত উলিপুরের মো. মমিনুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ মিশনে নিহত শান্ত মন্ডলের মরদেহ তার গ্রামের স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর