Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিপু ও আয়শা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:০০

শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক শক্তি।

ঢাকা: ময়মনসিংহের পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস এবং লক্ষ্মীপুরে শিশু আয়শা আক্তারকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক শক্তি।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন সদস্য সচিব সাইফ মুস্তাফিজ বলেন,”৫ অগাস্ট পরবর্তী সময়ে এমন একটি বিষয় নিয়ে আমাদের সমবেত হতে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের ভাই ওসমান হাদি হত্যার পরপর এমন একটি ঘটনা ঘটলো। একজন মানুষকে পিটিয়ে মারার পর পোড়ানো হচ্ছে বাকিরা দেখে উল্লাস করছে এটা খুবই বিভৎস। আমরা সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী। আমি মুসলিম হিসেবে ভিন্ন ধর্মের কেউ আমার ধর্ম নিয়ে কটুক্তি করলে আইনিব্যাবস্থা নিতে পারি কিন্তু এভাবে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষ মারা যাবে না। যারা এ ঘটনার জন্য দায়ী তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের একজন সহযোদ্ধা বিএনপির এক ভাইয়ের ৭ বছর বয়সী বাচ্চাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে লক্ষীপুরে। আমি বলতে চাই আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টারা যদি এসব ঘটনার বিচার নিশ্চিত না করতে পারেন তাহলে আপনারা দয়া করে পদত্যাগ করুন। শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টাকে দেখছি কবিতা আবৃতি করছেন। শোকে সাহিত্য চর্চা না করে দ্রুত একশন নিন। পরে জনতা যদি একশন নেয়, সেই দায় আপনাদের ওপরেই বর্তাবে।

এ সময় এনসিপির যুগ্ন মুখ্য সমন্বয়ক ভীমপাল্লী ডেভিড রাজু বলেন, “২৪ পরবর্তী বাংলায় এখানে ধর্মের নামে বা অন্য কিছুর নামে কোনো প্রকার বেআইনি কাজ করা যাবে না। যদি কেউ দোষ করে আইন তাদেরকে শাস্তি দেবে। তাদের বিচার করার আপনারা কারা? আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই দিপু চন্দ্র দাশ এবং আয়শা আক্তারকে যারা হত্যা করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।”

জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব আমরান হোসাইন বলেন, “যারা ধর্মের নামে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন তারাও ধর্ম অবমাননা করেছেন। মানুষ মারার চর্চা আমাদের ইসলাম শেখায় না। আমাদের শ্রমিক শক্তি ও নাগরিক পার্টি সবসময় শ্রমিক জনতার পক্ষে কথা বলে যাবে।”

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ন সদস্য সচিব মোল্লা ফারুক আহসান, মুশফিক উস সালেহীন,জাতীয় শ্রমিক শক্তির সভাপতি ঋআজ মোর্শেদসহ প্রমুখ।

বিজ্ঞাপন

বগুড়ায় বিশ্ব মেডিটেশন দিবস পালন
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩

আরো

সম্পর্কিত খবর