Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে দুটি মোটরসাইকেলসহ চোরচক্রের ৭ জন গ্রেফতার


২১ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৫

গ্রেফতার হওয়া চোরচক্র

ফরিদপুর: ফরিদপুরে মোটরসাইকেল চোরচক্রের সাতজনকে কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে কোতয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার ১২৫ সিসি ও একটি এ্যাপাসি-৪ ভি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারমপুর কবিরের মোড় মহল্লার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক(২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।

অভিযান পরিচালনাকারী এসআই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজন পেশাদার চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা দিয়ে যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও পুলিশ তাদের গ্রেফতার করেছে। জামিনে বের হয়ে তারা আবারও চুরি শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই সকল মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

রোববার দুপুরে তিনটি পৃথক মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর