Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে সারাদেশে কমতে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। তবে এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে আবারও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর কুয়াশাজনিত কারণে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর