Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৩০, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। এ মাত্রার বায়ুদূষণ বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৭০, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে সেটিকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সাধারণ মানুষকেও দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপরিকল্পিত নগরায়ন, ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য এবং নির্মাণকাজ থেকে নির্গত ধুলাবালি। শীত মৌসুমে বাতাসের গতি কম থাকায় দূষণের মাত্রা আরও বেড়ে যায়। পরিবেশবিদরা বলছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর