Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১০:৪০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৮

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।।

‎রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

‎এদিকে, এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার দুপুর ১২ টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন। দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

‎জানা গেছে এ বৈঠকে প্রধানত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে- নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম।

‎সভার কার্যক্রম শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক। মূলত সকাল ১০টায় সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা দুপুর আড়াইটায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর