Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ০১:০৩

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা। ছবি: সারাবাংলা

নোয়াখালী: জেলার হাতিয়া উপজেলাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- চরকিং ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. সাহারাজ (৩২), একই ইউনিয়নের যুবদল কর্মী মো. রুবেল (৩৫) ও মো. মনির (৩৮), এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে জানান, গত ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় একটি চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে তাকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ১৭ ডিসেম্বর আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেন তিনি। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টাকালে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে একজন আসামিকে শনাক্ত করায় ক্ষুব্ধ হয়ে ওই রাতেই তাদের ওপর হামলা ও বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলার সময় কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং আরও তিনজনকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। একই সঙ্গে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর