Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ০০:২২

পঞ্চগড়: অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় জেলা শাখা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় পঞ্চগড় জেলা শহরের দুই শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার।

এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল, সেকেন্ড অফিসার কাইয়ুম আলী প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের নিয়মিত কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের সহযোগিতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতও অব্যাহত থাকবে।