Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ০০:০৭

রংপুরে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রংপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে রংপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর জেলা ও মহানগর এনসিপি আয়োজিত এক অনুষ্ঠানে নগরীর ৩৬ জুলাই স্তম্ভের সামনের সড়কে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র-জনতা এবং স্থানীয় বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজীব, এনসিপির জেলা আহ্বায়ক মোহাম্মদ আল মামুন, মহানগর আহ্বায়ক আবু হাসান চঞ্চল, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, জেলা যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মহানগর যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, ছাত্র আন্দোলনের জেলার মুখপাত্র রিফাত, আমার বাংলাদেশ পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবুর রহমান প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল ৩৬ জুলাই স্তম্ভের সামনে থেকে শুরু হয়ে কাচারি বাজার, পুলিশ লাইন্স হয়ে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়।

অংশগ্রহণকারীরা জানান, হাদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আধিপত্যবাদবিরোধী লড়াই করেছেন। তার হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে হাদি আদর্শের প্রতীক হয়ে থাকবে।

গতকাল রংপুরে জুমার নামাজের পর প্রতিবাদী সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি-র নেতারা ঐক্যবদ্ধ হয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর