Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ২৩:৫২

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় দুই গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে সংঘটিত সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)। একই সঙ্গে এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক নিউ এজ–এর সম্পাদক, প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১০০ এর বেশি সাংবাদিককে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিচার ছাড়াই দীর্ঘদিন কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ তুলে অবিলম্বে এসব সাংবাদিকের মুক্তির দাবি জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমকে চুপ করিয়ে দিতে সহিংসতা, ভয়ভীতি, হামলা কিংবা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

প্রেস ক্লাব অব ইন্ডিয়া আরও দাবি জানায়, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং সাংবাদিক হয়রানির ঘটনায় জড়িতদের শনাক্ত করে ন্যায়সঙ্গত, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর