রাজবাড়ী: বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও রাজবাড়ীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ ডিসেম্বর) ভোরে রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার ব্যাংক পাড়ার ভাড়া বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, সাত ভাই ও বোনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকার মৃত আলহাজ্ব আব্দুল মাজেদ মোল্লা ও মৃত হাছিনা বেগম দম্পতির সন্তান। সাত ভাই ও এক বোনের মধ্যে মহসিন উদ্দিন বতু ছিলেন দ্বিতীয়। মহসিন উদ্দিন বতুর সাত ভাই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন।
মরহুমের মরদেহ জানাজার জন্য বিকেলে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়। সেখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও উপজেলা কামান্ডসহ বীর মুক্তিযোদ্ধারা শেষ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সহকারি কমিশনার আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে জেলা পুলিশের হাউজ গার্ড দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। পরে রেলওয়ে মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নতুন বাজার পৌর কবরস্থানে দাফন করা হয়।
রেলওয়ে মাঠে জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতুর স্মৃতিচরণ করেন মহসিন উদ্দিন বতুর ছোট ভাই যুদ্ধকালীন কমান্ডার সিরাজ আহম্মেদ, ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা নাসির আহমেদ, সহযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতুর মৃত্যুতে রাজবাড়ীর সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে।