ঢাকা: সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ-কে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রিমান্ড শেষে শুক্রবার (১৯ ডিসেম্বর) শওকত মাহমুদ-কে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রমনা জোনের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আবেদন মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৮ ডিসেম্বর রমনা মডেল থানা এলাকা থেকে শওকত মাহমুদ-কে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে ১১ ডিসেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।