চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর উত্তেজিত জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগে পুলিশ ফাঁড়ি ও বিশ্বরোড মোড়ে পুলিশ বক্স পরিদর্শন করেন। এসময় হামলা ও অগ্নিসংযোগে উস্কানিদাতাদের খুঁজে বের করার দাবি জানান তিনি। হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি তার নির্বাচনি এলাকার মধ্যে।
পরিদর্শন শেষে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, হাদির মৃত্যুর সংবাদের পর ঢাকাতেও নাশকতা হয়েছে। এসব নাশকতার পেছনে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত আছে কী-না তা খতিয়ে দেখতে হবে। উসকানিদাতাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এসময় বিভিন্ন জায়গায় মব তৈরি করা হচ্ছে। এটা নিয়ন্ত্রন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র দেওয়া হয়েছে চেহারা দেখানো জন্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য।
এর আগে শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। একপর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।