চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির সামনে রাখা গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে পুলিশ জানায়।
আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর একাংশ) আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মহাজোটের সংসদ সদস্য হিসেবে একবার তিনি পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে এবং হেঁটে ৫০-৬০ জন মানুষ রাতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে যান। এ সময় তিনি বা তার পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না। সেখানে জড়ো হওয়া লোকজন ভাঙচুর চালানোর পাশাপাশি বাড়িতে অগ্নিসংযোগ করে। তিনতলা বাড়ির দোতলা পর্যন্ত আগুনে পোড়ানো হয়েছে। বাড়ির নিচে রাখা একটি প্রাইভেট কার পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ির জেনারেটর কক্ষ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘সাবেক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বাড়িতে কেউ ছিলেন না। হতাহতের কোনো ঘটনা নেই।’
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বের হয়ে আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন নেতা সম্প্রতি আলাদা দল গড়েছেন। গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এ জোটের সভাপতির দায়িত্বেও আছেন আনিসুল ইসলাম মাহমুদ।