Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে চলমান সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৩

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু এবং এর প্রতিক্রিয়ায় দলবদ্ধ সহিংসতা ও সনাতন ধর্মের একজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পেইজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার (২০ ডিসেম্বর) এক পোস্টের মাধ্যমে এ উদ্বেগ জানানো হয়।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুষ্কৃতিকারী দেশের দুটি শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় ইংরেজী দৈনিক নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর-কেও শারীরিকভাবে হেনস্থা করা হয়।

বিজ্ঞাপন

সংঘটিত এসব ঘটনার দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর