Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দিপু চন্দ্রকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১১:৫৭

ছবি: সংগৃহীত

ঢাকা: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে শনিবার (২০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার দফতর থেকে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্রকে পিটিয়ে হত্যা তাকে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর