Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১০:৫০

ইলিয়াস হোসেন।

ঢাকা: ‎সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

‎সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

‎উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগের পর শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

‎উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয় ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

‎এ ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন, যেগুলোকে উসকানিমূলক বলে অভিযোগ করেন বিভিন্ন মহল। এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। এর পরদিন শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।

‎ফেসবুক কর্তৃপক্ষ বা মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে থাকে।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আজ রাষ্ট্রীয় শোক
২০ ডিসেম্বর ২০২৫ ০৯:২২

লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান
২০ ডিসেম্বর ২০২৫ ০৯:১১

আরো

সম্পর্কিত খবর