বগুড়া: বগুড়ার কলোনীস্থ শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াত আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া-৬ আসনের দিনব্যাপী স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৯ ডিসেম্বর)।
নির্বাচন পরিচালক ও শহর জামায়ায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও অ্যাডেভোকেট আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কেন্দ্রীয় প্রশিক্ষণ টিম সদস্য মিজানুর রহমান ও হুমায়ান কবির, শহর সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, আজগর আলীসহ অন্যান্যরা।
কর্মশালায় শহর আমির বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ভোটাদের কাছে যেতে হবে। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে নিতে এক যোগে কাজ করতে হবে। তাদের বুজাতে হবে জামায়াতের কোন নেতাকর্মী সন্ত্রাস চাঁদাবাজিতে বিশ্বাস করে না। জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরের মধ্যে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে।
২১টি ওয়ার্ড কর্মশালায় ১১টি ইউনিয়নের বগুড়া সদর-৬ স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডাররা অংশ গ্রহণ করে।