Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত


২০ ডিসেম্বর ২০২৫ ০০:১৫

মরদেহ

সিলেট: জেলার কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী পূর্ব তুরং গ্রামের মোশাহিদ আলীর ছেলে আশিকুর রহমান (২০) এবং বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে ইয়াকুব উদ্দিন (৩০)।

জানা গেছে, পূর্ব তুরং এর আশিক ও মোশাহিদ শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ১১টার দিকে তুরং গ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে আশিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে তার পরিবার। এর আগে এ দু’জন ভারত সীমান্তের ভেতরে চলে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

ওই সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আশিক গুলিবিদ্ধ হন। মোশাহিদ পালিয়ে যেতে সক্ষম হন। শুক্রবার দুপুর ১২টার দিকে সীমান্তবর্তী বরমসিদ্ধিপুরের ইয়াকুব উদ্দিন ১২৫৫ পিলার হয়ে ভারতে যান।

এ সময় ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার। তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর