Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান


১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সেই ট্রাভেল পাস পেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

জাইমা রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

যদিও এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে উপস্থিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান ঘোষণা করেছিলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি।’

তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন এবং সেখানে থেকেই দল পরিচালনা করছেন। ১/১১’র সরকার এবং পরবর্তী সময়ের বিভিন্ন সরকার তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে, এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর