টাঙ্গাইল: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর খুনিদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি সজীব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নবাব হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন-জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ জেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
এর আগে জুম্মার নামাজের শেষে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় ছাত্র-জনতা। পরে সেখানে টায়ারে আগুন ধরিয়ে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।