বাগেরহাট: বাগেরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুইটি মামলায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় চিতলমারীর চিংগুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার পুলিশ পৃথক দুটি মামলায় ১০ বছর ও ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফয়সালকে তার বাগেরহাটের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ফয়সালকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, অপরদিকে, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, (৪৮) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হরিবর বৈরাগী (৪৫), সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইসরাফিল ফকির (৩৮)-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেন।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতা মুলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে আওয়ামী লীগের পৌর ও উপজেলার তিনজন সক্রিয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আদালতের ওয়ারেন্ট ভুক্ত থাকায় আরও একজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতের মাধ্যমে তাদেরকে শুক্রবার বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।