কুষ্টিয়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়।
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রয়াত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। তিনি আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় এনসিপির নেতাকর্মীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক নয়ন আহমেদ, কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি, যুগ্ম সমন্বয়কারী কেএমআর শাহীনসহ দলটির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।