Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে মরতে হয়েছে: চাকসু ভিপি

চবি করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ

চট্টগ্রাম ব্যুরো: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সোহরাওয়ার্দী হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় চাকসু নেতাদের ‘ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘গোলামি না আজাদী—আজাদী আজাদী’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিজ্ঞাপন

সমাবেশে চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যু দেশের জন্য গভীর ক্ষতি। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতেন বলেই তাকে হত্যার শিকার হতে হয়েছে। জুলাইয়ের অপরাধীদের বিচার না হওয়ায় আজ জুলাই আন্দোলনের কর্মীরা হামলার শিকার হচ্ছেন। শত হুমকির মুখেও নিরাপদ ক্যাম্পাস ও ন্যায়ের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘‘শহিদ হাদি আমাদের শত্রু চিনতে শিখিয়ে গেছেন। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও ‘কালচারাল আওয়ামী লীগ’ এখনো সক্রিয় রয়েছে। এসবের বিরুদ্ধে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। হাদি ভাইয়ের লড়াই এখানেই শেষ নয়, বরং এই লড়াইয়ের সূচনা মাত্র। তার শাহাদাত আমাদের মনোবল ভাঙতে পারবে না; বরং শক্তিতে পরিণত করে সবকিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার রেখে যাওয়া পথচলা আমাদেরই শেষ করতে হবে।’’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে মাথায় গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

সারাবাংলা/এমআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর