ঢাকা: বিজয়ের মাস উপলক্ষে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) ঢাকায় বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপরসনের প্রেস উইং শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবন মিলনায়তনে ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও সম্মিলিত পেশাজীবী সমাবেশ’অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
এ ছাড়া বিকাল ৪টায় কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে বিএনপি বিট টেলিভিশন ক্যামেরাম্যানদের আয়োজনে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের কথা ছিল। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের।
তবে কর্মসূচি স্থগিতের কারণ সম্পর্কে দলটির পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।