Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: জরুরি ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির একটি বৈঠক আহ্বান করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই তাৎক্ষণিক বৈঠক আহ্বানের উদ্দেশ্য বা আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে আজকের পূর্ব ঘোষিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থগিত করা হয়। হঠাৎ করে কর্মসূচি স্থগিত এবং একই দিনে জরুরি বৈঠক আহ্বানের কারন এখনো জানানো হয়নি।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

দেশের পথে ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯

আরো

সম্পর্কিত খবর