Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি: রিজওয়ানা হাসান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০০

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের এক নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়, অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপোশহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস ছিল।

শোকবার্তায় তিনি আরও বলেন, হাদি যে দৃঢ়তা, স্পষ্টতা ও দায়বদ্ধতার সঙ্গে আন্দোলনের ভাষা জনগণের সামনে তুলে ধরেছেন, তা এ সময়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তরুণদের জাগ্রত করা, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে জনমত গড়ে তোলায় তাঁর অবদান অনস্বীকার্য। তার সংগ্রামী জীবন, আদর্শ ও সাহস ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা, শুভানুধ্যায়ীদের ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর