Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৪

শিক্ষার্থীদের বিক্ষোভ।

‎কুবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকেহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে বিজয় ২৪ হলের সামনে গিয়ে শেষ হয়।

‎এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাদি হবো‚ যুগে যুগে লড়ে যাবো; শহিদ হাদি লও সালাম; ভারতীয় আগ্রাসন‚ ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; নারায়ে তাকবীর‚ আল্লাহু আকবার; দিল্লী না ঢাকা‚ ঢাকা-ঢাকা; গোলামি না আজাদি, আজাদি-আজাদি’—বলে স্লোগান দেন।

‎বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাসে শরিফ ওসমান হাদির নামে হল তৈরির দাবি জানিয়েছেন। এছাড়াও ছাত্রলীগসহ শিক্ষার্থীদের উপর হামলায় মদদদাতা তৎকালীন প্রক্টরিয়াল বডির সদস্য কাজী ওমর সিদ্দিকী, আবু ওবায়দা রাহিদ, অমিত দত্ত ও লোক প্রশাসন বিভাগের রশিদুল ইসলাম শেখসহ সকল আওয়ামী শিক্ষকদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

‎বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হাদি হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় আবসার উদ্দিন ইফতি বলেন‚ ‘হাদির কণ্ঠস্বর ছিলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কন্ঠস্বর। হাদির কণ্ঠস্বর ছিলো বাংলাদেশের স্বার্বভৌমত্বের কণ্ঠস্বর। ভারত বিভিন্নভাবে হাদির কণ্ঠস্বরকে রুখে দিতে চেয়েছে। আপনারা কি মনে করেন হাদি মারা গেছে? বাংলাদেশের ভারতীয় আধিপত্যাবাদের বিরুদ্ধে লড়াই যতদিন থাকবে, আবরার ফাহাদ ততদিন থাকবে, ওসমান হাদি ততদিন থাকবে। আমরা গ্রামে গ্রামে হাদি তৈরি করবো, আবরার ফাহাদ তৈরি করবো। হাদির কণ্ঠকে আমরা পাঠ্যবইয়ে চাই।’

‎মোহাম্মদ লাবিব বলেন, ‘এক হাদি থেকে আমরা লক্ষ হাদি হবো। আপনারা বিভিন্ন দল থেকে এসেছেন, বিভিন্ন স্থান থেকে এসেছেন আপনারা শহিদ হাদিকে ছড়িয়ে দিন। কালচারালি গড়ে উঠেন, ইকোনমিক্যালি গড়ে উঠেন। যাতে ইন্ডিয়া আগামী দশ বছর পর আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়।’

মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা আজকে জুলাইয়ের অগ্রনায়ক শহিদ শরিফ ওসমান হাদি ভাইকে হারিয়েছি। লীগের পুনর্বাসন আর বাংলাদেশে হবে না। তোমাদের আর কোন সুশীলতা, আর কোন হুমকি ধামকির পরোয়া করবো না। আওয়ামী লীগকে আমরা আর ছাড় দিবো না। এক হাদীকে হারিয়েছি, লক্ষ্য হাদি আজ দাঁড়িয়ে আছে। সবাই লীগের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে শ্লোগান তোলছে। যতদিন হাদি ভাইয়ের খুনীদের বিচার হবে না ততদিন আমরা রাজপথ ছাড়ব না।’

‎মোজাম্মেল হোসেন আবির বলেন‚ ‘আল্লাহ কোরআনে বলেছেন শহিদদের মৃত না বলতে। আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আমরা লক্ষ্য করেছি জুলাইয়ের দেড় বছর পার হয়ে গেলেও কোন বিচার পাইনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের উপর হামলা করেছে, যেসব শিক্ষক কুলাঙ্গাররা পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের উপর হামলা করেছে তাদেরকে প্রশাসন বিচারের আওতায় না এনে পদোন্নতি দিয়েছে। আমরা চুপ করে থাকলেও তারা তাদের সন্ত্রাসী পায়তারা থামায়নি। তারা গুপ্ত হামলা করছে। প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

আরো

সম্পর্কিত খবর