Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন: মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, শহিদ শরীফ ওসমান হাদি রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের পরাজিত শক্তির বিরুদ্ধে যে কয়জন নির্ভীক কণ্ঠে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, শহিদ হাদি ছিলেন তাদের অগ্রসারিতে। ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দেশীয় বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দালালদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বজ্রনিনাদ যা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকেনি।’

তারা আরও বলেন, ‘হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ‘২৪-এর পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও ভারতীয় আধিপত্যবাদের সরাসরি প্রতিশোধ। এই হত্যা প্রমাণ করে ফ্যাসিবাদ পরাজিত হলেও নির্মূল হয়নি; তারা আজও রাষ্ট্রের ভেতরে ও বাইরে আশ্রয় নিয়ে জনতার কণ্ঠ রুদ্ধ করতে চায়। আমরা লজ্জিত, ক্ষুব্ধ ও ব্যথিত এই রাষ্ট্র হাদিকে বাঁচাতে পারেনি। কিন্তু ইতিহাসের কাঠগড়ায় হাদি ব্যর্থ নন; ব্যর্থ এই রাষ্ট্র, ব্যর্থ সেই প্রশাসন, যারা হাদির মতো সংগ্রামী কণ্ঠগুলোর নিরাপত্তা দিতে পারেনি।’

বিজ্ঞাপন

মহান আল্লাহর দরবারে আকুতি জানিয়ে তারা বলেন, ‘হে আল্লাহ শহিদ হাদির শাহাদাত কবুল করো, তার পরিবার ও জাতিকে ধৈর্য দাও এবং আমাদের সবাইকে তার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, আপসহীন সংগ্রাম চালানোর তাওফিক দাও।’

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর