Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন। তার সংগ্রামী ভূমিকা দেশের তরুণদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি আরো উল্লেখ করেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সাহসী ভূমিকা আমাদের সমাজ ও দেশের জন্য অমুল্য দিকনির্দেশনা। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর