রংপুর: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সাহসী কণ্ঠ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই রংপুর উত্তাল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জুলাই আন্দোলনের নেতা-কর্মী-সমর্থকরা মডার্ন মোড়ে অবস্থান নিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার হন। ‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা-রংপুর মহাসড়ক। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আবু সাঈদ ফটক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে পৌঁছে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টারিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’, ‘লীগ ধর, জেলে ভর’ এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাদির হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন তুলে তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।