ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে নানা শ্রেণি পেশার মানুষ। বিক্ষুব্ধ মানুষজন রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন। সেইসঙ্গে নানা সংগঠন নানা কর্মসূচির ষোষণা দিচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি সবাইকে এ অনুরোধ জানান। ভাষণে তিনি বলেন, ‘ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। কারও ফাঁদে পা দেয়া যাবে না।’
এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে কাছ থেকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে।
১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আগামীকাল সকালে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে।