ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, “শহিদ ওসমান হাদী জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।”
পোস্টে তিনি শহিদি মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করে আরও বলেন, “আমাদেরও যেন শহিদি মৃত্যু হয়। আমৃত্যু যেন আমরা জুলাইয়ের পক্ষে লড়াই চালিয়ে যেতে যেতে শহীদ হই।”
মাহফুজ আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা একে জুলাই অভ্যুত্থানের আদর্শের প্রতি অটল থাকার ঘোষণা হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকরাও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সম্প্রতি নিহত হন। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ইতোমধ্যে শোক প্রকাশ করেছে এবং কর্মসূচি ঘোষণা করেছে।