Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রণোদনার বীজ-সার পেলেন দেড় হাজার কৃষক

স্পেশাল করেসপডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৪

উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার কাহালুতে রবি মৌসুমে রোরো উপসী ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত মো, আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর কাশিম আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানাসহ কৃষকরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি রবি মৌসুমে দেড় হাজার কৃষক ৫ কেজি করে উফসী ধানের বীজ, ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার পাচ্ছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর