Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবির ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত


১৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ৩ হাজার ৬০৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৮৬%।

দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ৩৬ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯৪%। এদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত চারুকলা স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের ড্রইং পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরিদর্শনকালে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া পরীক্ষা শুরুর পর মেইন গেটে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, এবার খুলনাসহ দেশের চারটি বিভাগীয় শহরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার সর্বাধিক ১ লাখ ৮ হাজার ২৬৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতিমুক্ত ও সেশনজটহীন বিশ্ববিদ্যালয় হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এ অঞ্চলের নাগরিক সমাজ এবং বিশিষ্টজনদের অবদান রয়েছে। তিনি আশা করেন, আগামীতেও এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকবে এবং গ্র্যাজুয়েটদের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে।

অপরদিকে আগামীকাল ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা নেওয়া হবে। এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর