ঢাকা: দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আগামী ২৪ ডিসেম্বর বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় হতে যাওয়া এ বৈঠকে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।
এদিকে, ওই বৈঠকের আগে রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে।
ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ২৪ ডিসেম্বর
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৫
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৫
সারাবাংলা/এনএল/এইচআই