Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া-৪
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি ইকলিল আজম। ছবি: সারাবাংলা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়া-৪ ( কসবা – আখাউড়া) নির্বাচনি এলাকায় বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি ইকলিল আজম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের কাছ থেকে নির্বাচনি আচরণবিধি মেনে ওই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন, সহকারী কমিশনার ভুমি তাকজিল কবির উপস্থিত ছিলেন।

উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলা চত্বরে হাজির হলেও নির্বাচন আচরণবিধি অনুয়ায়ী মাত্র ৫ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন-কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান হারুনুর রশীদ শাহিন।

বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর