Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক খারাপ করলে কর্মকর্তারাও শাস্তি পাবেন: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: ব্যাংক খাতে সুশাসনের অভাব রয়েছে। এর সুযোগ নিয়েছে ব্যাংকের পরিচালক, গ্রাহক ও ব্যাংকাররা। এসব বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। নানা আইনি জটিলতা দূর করা হচ্ছে। এখন থেকে কোনো ব্যাংক খারাপ করলে ইনসেনটিভ পাবেন না কর্মকর্তারা। পাশাপাশি ব্যাংক খারাপ করলে কর্মকর্তারা দায়ী থাকবে। কর্মকর্তাদের আর্থিক শাস্তি হবে। বোর্ড বড় ঋণে অনিয়ম করলে শাস্তির আওতায় আনা হবে সদস্যদের। কেননা, মালিকেরা একা ঋণ অনিয়ম করতে পারে না। কর্মকর্তারা সহযোগিতা করে। একজন ব্যাংকার অনিয়ম জেনেও চুপ করে বসে থাকতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক, গণমাধ্যমকে জানাতে হবে। ঊর্ধ্বতনকে জানাতে হবে। তা না করলে ঋণসহ যেকোনো অনিয়মের আর্থিক দণ্ডের মুখোমুখি হবেন ব্যাংকাররা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিকস রিপোর্টার্স ফোরাম আয়োজিত ’ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জের অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা এস আলমসহ অন্যান্য গ্রুপের ঋণ অনিয়মে জড়িত থাকার প্রমাণ পেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেবে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসা করতে পারবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

গভর্নর বলেন, ব্যাংক খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। সংকটও অনেকটা দূর হয়েছে। অনেকে মনে করেন ব্যাংক মানে নিজের পকেটের ব্যাংক। এটা বন্ধ করা হবে। আমরা খোঁজ নিচ্ছি। অপরাধ করলে পার পাবে না কেউ। আর ব্যাংক ভালো না করলে হস্তক্ষেপ করব। তবে নির্ধারিত সময়ে ভালো না করতে পারলে হস্তক্ষেপ করা হবে। ১৪টি ব্যাংক পুনর্গঠন করা হয়েছে। ৫ ব্যাংক একীভূত করা হয়েছে। পরে আরও করা হবে। তবে ভালো করলে নতুন ব্যাংক একীভূত নয়। ভালো করলে যে একীভূত করা হবে না- এর প্রমাণ ইসলামী ব্যাংক একীভূত না করা।

তিনি বলেন, বিভিন্ন ব্যাংকে ঝুঁকি ভিত্তিক অডিট করা হবে। বাংলাদেশ ব্যাংক ফরেনসিক অডিট করবে। আমরা কঠোরভাবে ওয়াচ করব। সাপোর্ট দেব। সামগ্রিক আর্থিক খাত আন্তর্জাতিক মানের করতে হবে। হয়তো বা ১০ বছরও লাগতে পারে। ইতোমধ্যে ব্যাংক রেজ্যুলেশন আইন করা হয়েছে। ৫ ব্যাংকের জন্য ১২ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে। শিগগিরই টাকা পাবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা।

তিনি বলেন, অর্থঋণ আদালত আরও কার্যকর করতে হবে। জুডিশিয়ারি রক্ষার ব্যবস্থা করতে হবে। বহু মামলা ঝুলে রয়েছে। এখন তো পৃথক বিচার বিভাগ রয়েছে। ব্যাংক ইনসলভেন্সি আইন করা হবে। সরকারের সহযোগিতা জরুরি।

তিনি বলেন, নির্বাচনে অর্থনীতি ধরে রাখা যাবে। ধ্বংস হবে না। কেননা, দেশের ব্যালেন্স অফ পেমেন্ট (বিওপি) ভালো। চলতি অর্থবছরে অকশনে আড়াই বিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে। বাজার স্থিতিশীল রেখে ডলার কেনা হচ্ছে। সামনে ৩৪-৩৫ বিলিয়ন ডলার নেয়ার লক্ষ্য রয়েছে। বর্তমানে ভালো রিজার্ভ রয়েছে। সুতরাং আইএমএফ’র ঋণ কেয়ার করছি না। তারা কারিগর কাজ করবে।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা দিতে হবে। গভর্নরকে মন্ত্রীর সমান ও স্পেশাল মর্যাদা দিতে হবে। এজন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক মানের আইন থাকতে হবে। গভর্নরকে কথায় কথায় বরখাস্ত করা যাবে না। মন্ত্রীর ফোনে যেন ফায়ার না হয়। তবে ঘুষ বা নৈতিক স্খলনের কারণে তা আদালতে প্রমান হলে বরখাস্ত করা যাবে।

তিনি বলেন, ৯ টি নন-ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউট (এনবিএফআই) একীভূত হবে না। অবসায়ন হবে। ডিপোজিটররা আসল টাকা ফেরত হবে। আন্তর্জাতিক নিয়মে শেয়ারগোল্ডারদের শেয়ার শুণ্য করা হবে।

তিনি বলেন, ব্যাংক খাতে মূলধন ঘাটতি রয়েছে। খেলাপির হার ৩৬ শতাংশ। সত্য প্রকাশ করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের আর্থিক খাত চাই। বড় ঋণ ব্যাংক থেকে নয়, বন্ড থেকে নিতে হবে। বন্ড মার্কেট ডেভেলপ করতে হবে। পৃথিবীতে বন্ড মার্কেটের সাইজ ১৩০ ট্রিলিয়ন, ব্যাংকের সাইজ ৬০ বিলিয়ন। এটা করতে কালচারের পরিবর্তন দরকার। ডিপোজিটরদের উচিত ব্যাংকের পাশাপাশি বন্ডে বিনিয়োগ করা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক হচ্ছে আমাদের হার্ট। আমরা দেখেছি ৮০’র দশকে অনেক নতুন ব্যাংক আসে। আর ৯০ দশকে আমরা ভালো অবস্থানে আসি। কিন্তু ২০১৭ সাল থেকে ব্যাংকগুলো মাফিয়াদের হাতে যায়। কেন্দ্রীয় ব্যাংক ক্ষতিগ্রস্থ ব্যাংকগুলোকে ভালো করতে কাজ করছে। আর নির্বাচিত সরকার আসলে এ ধারা অব্যাহত থাকবে।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ব্যাংক খাত কেন এমন হলো, আমরা যদি দেখি, ১৯৭১ সালের আগে পাকিস্তানিরা সব নিয়ে গেছে। ‘৭১ পর অর্থনীতি ঘুড়ে দাঁড়ায়। কিন্ত ৫০ বছর পর দুরবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী।

বিজ্ঞাপন

স্মার্টফোন ভালো রাখার উপায়
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর