Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিল হান্ট ফেজ-২, রংপুর বিভাগে গ্রেফতার ৬৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২১

প্রতীকী ছবি।

রংপুর: দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত হত্যা, হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি। এদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পুলিশ জানায়, এই অভিযান বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত চালানো হয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের লক্ষ্যে যৌথবাহিনীর বিশেষ উদ্যোগের অংশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর