Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

উদ্ধার করা শাড়ীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০ ব্যাটালিয়ন।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ ডিসেম্বর) হতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবের বাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করে বিশেষ টহলদল।

বিজ্ঞাপন

এসময় সীমান্তের প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কবিরাজ বাজার ও টিক্কারচর নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়ীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা বলে জানা গেছে।

বিজিবি আরও জানায়, আটককৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর