ঢাকা: ফ্যাসিবাদী রাজনীতি, সহিংসতায় উসকানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী আরিয়ান আহমেদ এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে মামলার কারণ ও পটভূমি ব্যাখ্যা করেছেন। ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’এর সদস্য আরিয়ান আহমেদ।
লিখিত বক্তব্যে আরিয়ান আহমেদ উল্লেখ করেন, আনিস আলমগীর কেবল বর্তমান সময়েই নয়, বরং আওয়ামী লীগ শাসনামল থেকেই ধারাবাহিকভাবে ফ্যাসিবাদী রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
বক্তব্যে বলা হয়, আনিস আলমগীর তারেক রহমানকে ট্যাগ করে দল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়ে কলাম লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিদ্রূপমূলক মন্তব্য করেছেন এবং ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘জামায়াত-বিএনপির সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযোগে দাবি করা হয়, তিনি এসব বক্তব্য বিভিন্ন সময়ে পুনরাবৃত্তি করে এসেছেন।
বাদীর অভিযোগ অনুযায়ী, একাধিক টকশোতে আনিস আলমগীর গ্রামীণ ব্যাংক, জুলাই জাদুঘরসহ বিভিন্ন স্থানে হামলার প্রসঙ্গে এমন বক্তব্য দিয়েছেন, যা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি হিসেবে প্রতীয়মান হয়। অভিযোগকারী বলেন, এসব ধারাবাহিক বক্তব্য ও কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতায় প্ররোচনা ও সহযোগিতার শামিল।
একই লিখিত অভিযোগে মারিয়া কিশপট্টার বিরুদ্ধেও আওয়ামী লীগের সহিংস কার্যক্রম এবং জুলাইয়ের গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার মতো ঘটনাবলি নিয়ে তার মন্তব্য উসকানিমূলক ছিল।
অভিযোগপত্রে আরও বলা হয়, স্টেডিয়ামে বসে আবু সাইদের দিকে গুলি ছোড়ার একটি ভিডিও ধারণের ঘটনাও অভিযোগের অংশ, যা অভিযোগকারীর ভাষায় প্রায় ১৪০০ শহিদের আত্মত্যাগ ও রক্তের প্রতি চরম অবমাননার শামিল।
এছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও ইমতু’র বিরুদ্ধেও বিতর্কিত ভূমিকা ও সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম আওয়ামী লীগের সহিংস তৎপরতায় উসকানি বা সমর্থনের ইঙ্গিত বহন করে।
আরিয়ান আহমেদ নিজেকে একজন আহত জুলাই যোদ্ধা ও সচেতন দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিয়ে জানান, এসব অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্ট থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার মতে, অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব নির্ধারণ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
বর্তমানে আরিয়ান আহমেদ ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’-এর কেন্দ্রীয় সংগঠক ও আইটি সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ডিসেম্বর আরিয়ান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে তিনি ডিবিতে ৫ দিনের রিমান্ডে আছেন।