Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় পুলিশ পাহারায় রাস্তার কাজ শেষ করলেন ঠিকাদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৮

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: দলীয় পরিচয়ে চাঁদা দাবি, ঠিকাদারদের হুমকি এবং কাজে বাধা দেওয়ায় সাতক্ষীরায় একটি সড়কের নির্মাণকাজ শেষ করতে হয়েছে পুলিশ পাহারায়।

বুধবার (১৭ ডিসেম্বর) সদর উপজেলার বদ্ধিপুর কলোনি এলাকায় পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং এর কাজ পুলিশি নিরাপত্তায় সম্পন্ন করা হয়।

এলজিইডির আওতায় এ সড়ক নির্মাণকাজে নিয়োজিত ছিল মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজ। কাজ চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি নিজেদের দলীয় নেতা-কর্মী পরিচয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

ঠিকাদাররা জানায়, সড়ক নির্মাণ কাজে নিয়োজিত মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে লাঞ্ছিত করা হয়।

বিজ্ঞাপন

জাহিদ হাসান বলেন, ‘আমরা সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়ন করি। কিন্তু কাজ করতে গিয়ে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। আমার কাছে চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় নির্মাণাধীন সড়ক শাবল দিয়ে খুঁড়ে ফেলা হয় এবং আমাকে হেনস্তা করা হয়। পরে প্রশাসনের সহায়তায় পুলিশ পাহারায় কাজ শেষ করতে হয়।’

প্রসঙ্গত, ওই সড়ক নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ১২ লাখ ৮ হাজার ৬৯৩ টাকা।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, কার্পেটিং চলাকালে স্থানীয় কিছু বখাটে ছেলে ঠিকাদারের কাছে মোট অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তারা ঠিকাদারের লোকজনকে নানা ধরনের হুমকি দেয় এবং সড়ক খুঁড়ে ফেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়। ঠিকাদারের আবেদনের পর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ মোতায়েন করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি জানতে পারি। এরপর একজন সাব-ইন্সপেক্টর ও দুইজন কনস্টেবল পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে কাজটি শেষ করা যায়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর