Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলির পরও করপোরেশনের গাড়ি-জ্বালানি ব্যবহার করেন সাবেক সিইও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬

রংপুর সিটি করপোরেশনের সাবেক (সিইও) উম্মে ফাতেমা। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুর সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতেমা বদলি হয়ে রাজশাহী জেলা পরিষদে যোগদান করার দুই মাস পরও রংপুর সিটি করপোরেশনের সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহার করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৮ মাসে তার গাড়িতে ৫ হাজার ২৮০ লিটার জ্বালানি খরচ হয়েছে, আর এর যোগান দেওয়া হয়েছে করপোরেশনের টাকায়। স্বয়ং সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার কর্মকর্তা ও চালকরা এই ঘটনার সঙ্গে জড়িত হলেও তারা দাবি করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে এই ব্যবস্থা চলছে। তবে সরকারি নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন নিয়ে নিশ্চুপ কর্তৃপক্ষ।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, উম্মে ফাতেমা ২০২০ সালের ২১ জানুয়ারি প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২২ সালের ৮ আগস্ট সচিব এবং চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পান।

বিজ্ঞাপন

জানা যায়, চলতি বছরের ১২ অক্টোবর তিনি রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পান এবং ১৫ অক্টোবর রংপুর থেকে রিলিজ নিয়ে চলে যান। কিন্তু বদলির পরও তিনি সিটি করপোরেশনের পাজেরো গাড়ি (নম্বর: ১৬২/ম) ব্যবহার করছেন। এই গাড়িতে করে তিনি রংপুর থেকে বগুড়া পর্যন্ত যাতায়াত করেন এবং সেখান থেকে রাজশাহী যান।

এবিষয়ে সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনা স্বীকার করে বলেন, বদলির পরও দুই মাস ধরে গাড়ি ব্যবহার চলছে এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে। তবে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ কে বা কারা সাজ্জাদ হোসেন তা স্পষ্ট না করে তিনি বলেন, ‘এর বেশি বলা যাবে না।’

স্বয়ং গাড়িরচালক বাবু মিয়া নিশ্চিত করে বলেন, উম্মে ফাতেমা কয়েকবার করপোরেশনের গাড়িতে যাতায়াত করেছেন।

তবে করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এটিএম শামসুজ্জামান বলেন, বিষয়টি তার জানা নেই এবং খতিয়ে দেখবেন।

অভিযোগ উঠেছে, উম্মে ফাতেমার পরিবারের সদস্যরাও গাড়ি ব্যবহার করেছেন, যা জ্বালানি খরচ বাড়িয়েছে। গত ৮ মাসে ৫ হাজার ২৮০ লিটার তেল খরচ হয়েছে, যা সরকারি নিয়ম লঙ্ঘন করে করপোরেশনের টাকায় যোগান দেওয়া হয়েছে।

উম্মে ফাতেমার বদলির পেছনেও রয়েছে একটি বিতর্কিত ঘটনা। সম্প্রতি সিটি করপোরেশন থেকে অটোরিকশার লাইসেন্স প্রদানকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্য নিয়ে গত ১৭ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগর ভবনে তুলে নিয়ে হেনস্তা ও মারধরের ঘটনায় মামলা হয়। মামলায় উম্মে ফাতেমাকে আসামি করা হয়। এরপর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সরকার দ্রুত বদলির সিদ্ধান্ত নেয় এবং তাকে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে স্থানান্তর করা হয়।

এবিষয়ে উম্মে ফাতেমার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো ফোন ধরেননি।

এদিকে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, বদলির পরও করপোরেশনের গাড়ি-জ্বালানি ব্যবহারের এই অভিযোগগুলো তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর