Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে


১৭ ডিসেম্বর ২০২৫ ২২:১৬

লিখিত বক্তব্য পাঠ করছেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ এবং এর দোসরদের পুনঃপ্রতিষ্ঠার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।

তিনি অভিযোগ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনার দোসর ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানবিরোধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের দোসরদের বিশেষ অতিথির আসনে বসিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতারা অনুষ্ঠান বর্জন করেন।

বিজ্ঞাপন

আবু হাসান খান আরও বলেন, ইউএনও সাজিয়া শাহনাজ তমা নাজিরপুরে যোগদানের পর থেকে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি সাধারণ নাগরিকরা সেবা নিতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা না রেখে একটি রাজনৈতিক দলের সভাপতির মতো আচরণ করছেন। তার দ্বারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’

তিনি আরও দাবি করেন, ফ্যাসিস্ট সরকার আমলে প্রভাব খাটিয়ে ইউএনও নিজ এলাকার আশপাশে দীর্ঘদিন চাকরি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খান, আসাদুজ্জামান টিপু হাজরা, কলারদোনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য মাসুম মিনা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম রোকেয়া রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান এবং সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতীয় গরুসহ দুজন আটক
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর