Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯২


১৭ ডিসেম্বর ২০২৫ ২২:০০

পুলিশের বিশেষ অভিযান।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে ৩৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী ও ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ব্যক্তি।’

তালেবুর রহমান বলেন, ‘রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া, সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার রাজধানীর প্রবেশ ও বহির্গমন এগারোটি স্থানে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গরুসহ দুজন আটক
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর