Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি ডিপোর যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪৭

বরুড়া উপজেলার মগবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে ডিপোটির উদ্বোধন করা হয়। ছবি: সারাবাংলা

কুমিল্লা: জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির নতুন অধ্যায় যুক্ত হলো কুমিল্লায়। কুমিল্লার বরুড়া উপজেলায় দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বরুড়া উপজেলার মগবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে ডিপোটির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডিপোতে জ্বালানি গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণ—সব কার্যক্রমই সম্পন্ন হবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়।

বিজ্ঞাপন

ডিপোটিতে পিএলসিভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে তেল পরিমাপ ও সরবরাহ হবে শতভাগ নির্ভুল ও নিরাপদ। এতে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে, যা তেল চুরি, অপচয় ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে আশা সংশ্লিষ্টদের।

নতুন এই ডিপো থেকে কুমিল্লা ছাড়াও ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হবে। এতে পরিবহন ব্যয় ও সময় সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় গতি ও দক্ষতা বাড়বে।

অনুষ্ঠানে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ও সরকারের সচিব মো. আমিন উল আহসান। তিনি বলেন, এই স্বয়ংক্রিয় ডিপো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জ্বালানি খাতে অটোমেশনের নতুন দিগন্ত উন্মোচন করবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিসির অপারেশন ও পরিকল্পনা পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান, ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খাঁন এবং কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা ট্যাংক-লরি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বয়ংক্রিয় ডিপো দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও আধুনিক ডিপো স্থাপনের পথ সুগম করবে।