Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (১৭ডিসেম্বর) রুহুল কবির রিজভীর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

এই কমিটি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা ও জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে দলের নেতাকর্মী সমর্থক ও জনগণের অধীর অপেক্ষায় আছেন। তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে সদস্যসচিব করে একটি কমিটি করা হয়েছে।’

তারেক রহমানের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও আশার সঞ্চার করবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা ।

বিজ্ঞাপন

এআই ছবি চেনার কিছু সহজ উপায়
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর